Loading...

सामवेद के मन्त्र

सामवेद - मन्त्रसंख्या 1585
ऋषिः - शुनःशेप आजीगर्तिः देवता - वरुणः छन्दः - गायत्री स्वरः - षड्जः काण्ड नाम -
2

इ꣣मं꣡ मे꣢ वरुण श्रुधी꣣ ह꣡व꣢म꣣द्या꣡ च꣢ मृडय । त्वा꣡म꣢व꣣स्यु꣡रा च꣢꣯के ॥१५८५॥

स्वर सहित पद पाठ

इ꣣म꣢म् । मे꣣ । वरुण । श्रुधि । ह꣡व꣢꣯म् । अ꣣द्य꣢ । अ꣣ । द्य꣢ । च꣣ । मृडय । त्वा꣢म् । अ꣣वस्युः꣢ । आ । च꣣के ॥१५८५॥


स्वर रहित मन्त्र

इमं मे वरुण श्रुधी हवमद्या च मृडय । त्वामवस्युरा चके ॥१५८५॥


स्वर रहित पद पाठ

इमम् । मे । वरुण । श्रुधि । हवम् । अद्य । अ । द्य । च । मृडय । त्वाम् । अवस्युः । आ । चके ॥१५८५॥

सामवेद - मन्त्र संख्या : 1585
(कौथुम) उत्तरार्चिकः » प्रपाठक » 7; अर्ध-प्रपाठक » 3; दशतिः » ; सूक्त » 6; मन्त्र » 1
(राणानीय) उत्तरार्चिकः » अध्याय » 16; खण्ड » 2; सूक्त » 1; मन्त्र » 1
Acknowledgment

পদার্থ -

ইমম্মে বরুণ শ্রুধী হবমদ্যা চ মৃড্য।

ত্বামবস্যুরাচকে।।৬১।।

(সাম ১৫৮৫)

পদার্থঃ (বরুণ) হে সর্বশ্রেষ্ঠ পরমাত্মা! (অদ্য) এখন (অবস্যুঃ) নিজের রক্ষার জন্য এবং তোমার নিকট যথার্থ জ্ঞান লাভের ইচ্ছায় আমি (ত্বাম্ আচকে) তোমার সর্বদা স্তুতি করি। (মে ইমম্ হবম্ শ্রুধী) তুমি আমার এই স্তুতি গ্রহণ করো (চ) এবং (মৃড্য) আমাদের সুখী করো।

 

ভাবার্থ -

ভাবার্থঃ হে পরমেশ্বর! তুমি অন্তর্যামী। যারা তোমার সত্যিকারের উপাসক, তাদের প্রেমপূর্বক কৃত প্রার্থনাকে তুমি অবশ্যই শ্রবণ করো। নিজের প্রিয় ভক্তের প্রতি প্রসন্ন হয়ে তুমি তাদেরকে নিজের যথার্থ জ্ঞান ও সুখ প্রদান করো। আমরাও তোমার প্রার্থনা ও উপাসনা করি। আমাদেরকেও তোমার যথার্থ জ্ঞান দান করে সর্বদা সুখী করো।।৬১।।

 

इस भाष्य को एडिट करें
Top