Loading...

सामवेद के मन्त्र

सामवेद - मन्त्रसंख्या 203
ऋषिः - वामदेवो गौतमः देवता - इन्द्रः छन्दः - गायत्री स्वरः - षड्जः काण्ड नाम - ऐन्द्रं काण्डम्
1

न꣡ कि꣢ इन्द्र꣣ त्व꣡दुत्त꣢꣯रं꣣ न꣡ ज्यायो꣢꣯ अस्ति वृत्रहन् । न꣢ क्ये꣣वं꣢꣫ यथा꣣ त्व꣢म् ॥२०३॥

स्वर सहित पद पाठ

न꣢ । कि꣣ । इन्द्र । त्व꣢त् । उ꣡त्त꣢꣯रम् । न । ज्या꣡यः꣢꣯ । अ꣣स्ति । वृत्रहन् । वृत्र । हन् । न꣢ । कि꣣ । एव꣢म् । य꣡था꣢꣯ । त्वम् ॥२०३॥


स्वर रहित मन्त्र

न कि इन्द्र त्वदुत्तरं न ज्यायो अस्ति वृत्रहन् । न क्येवं यथा त्वम् ॥२०३॥


स्वर रहित पद पाठ

न । कि । इन्द्र । त्वत् । उत्तरम् । न । ज्यायः । अस्ति । वृत्रहन् । वृत्र । हन् । न । कि । एवम् । यथा । त्वम् ॥२०३॥

सामवेद - मन्त्र संख्या : 203
(कौथुम) पूर्वार्चिकः » प्रपाठक » 3; अर्ध-प्रपाठक » 1; दशतिः » 1; मन्त्र » 10
(राणानीय) पूर्वार्चिकः » अध्याय » 2; खण्ड » 9;
Acknowledgment

পদার্থ -

ন কি ইন্দ্র ত্বদুত্তরং ন জ্যায়ো অস্তি বৃত্রহন্।

ন ক্যেবং যথা ত্বম্।।২২।।

(সাম ২০৩)

পদার্থঃ (ইন্দ্র) হে পরমেশ্বর ! (ত্বৎ) তোমার থেকে (উত্তরম্ ন কি) উত্তম কেউ নেই, (ন জ্যায়ঃ) আর না তোমার থেকে বিশাল কেউ (অস্তি) রয়েছে। (বৃত্রহন্) হে মেঘনাশক সূর্য তুল্য অবিদ্যাদি দোষনাশক ঈশ্বর! (যথা ত্বম্) তোমার মতো (ন কি এবম্) এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নাই। 

 

ভাবার্থ -

ভাবার্থঃ হে দেব! এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমারই তৈরি এবং এই ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত প্রাণী তোমার আজ্ঞায় বিদ্যমান রয়েছে। তোমার আজ্ঞা জড় অথবা চেতন কেউই লঙ্ঘন করতে পারে না। এইজন্য তোমার সমান কেউ হতে পারে না। তোমার থেকে শ্রেষ্ঠ তথা বিশাল কেউ কিভাবে হবে? তুমিই বিশ্বব্রহ্মাণ্ড এবং সেগুলোতে অবস্থানকারী প্রাণী সমূহের পালক, রক্ষক, সুখ প্রদানকারী। তোমার প্রিয় জ্ঞানী ভক্তদের তুমি সর্বদা সুখী করে রাখ।।২২।।

 

इस भाष्य को एडिट करें
Top