यजुर्वेद - अध्याय 12/ मन्त्र 79
अ॒श्व॒त्थे वो॑ नि॒षद॑नं प॒र्णे वो॑ वस॒तिष्कृ॒ता। गो॒भाज॒ऽइत् किला॑सथ॒ यत् स॒नव॑थ॒ पूरु॑षम्॥७९॥
स्वर सहित पद पाठअ॒श्व॒त्थे। वः॒। नि॒षद॑नम्। नि॒सद॑न॒मिति॑ नि॒ऽसद॑नम्। प॒र्णे। वः॒। व॒स॒तिः। कृ॒ता। गो॒भाज॒ इति॑ गो॒ऽभाजः॑। इत्। किल॑। अ॒स॒थ॒। यत्। स॒नव॑थ। पूरु॑षम्। पुरु॑ष॒मिति॒ पुरु॑षम् ॥७९ ॥
स्वर रहित मन्त्र
अश्वत्थे वो निषदनम्पर्णे वो वसतिष्कृता । गोभाजऽइत्किलासथ यत्सनवथ पूरुषम् ॥
स्वर रहित पद पाठ
अश्वत्थे। वः। निषदनम्। निसदनमिति निऽसदनम्। पर्णे। वः। वसतिः। कृता। गोभाज इति गोऽभाजः। इत्। किल। असथ। यत्। सनवथ। पूरुषम्। पुरुषमिति पुरुषम्॥७९॥
পদার্থ -
অশ্বত্থে বো নিষদনং পর্ণে বো বসতিষ্কৃতা। -
গোভাজ ইৎকিলাসথ যৎসনবথ পূরুষম্।।৫০।।
(যজু ১২।৭৯)
পদার্থঃ (অশ্বত্থে) কাল পর্যন্ত থাকবে কি থাকবে না, এরূপ অনিত্য সংসারে (বঃ) তোমাদের (নিষদনম্) স্থিতি, (বঃ) তোমাদের (পর্ণে) পাতার মতো চঞ্চল জীবনসম্পন্ন শরীরে [ঈশ্বর] (নিবসতিঃ) নিবাস (কৃতা) করছেন। (যৎ) যে (পূরুষম্) সর্বত্র পরিপূর্ণ পরমাত্মা, তাঁকে (কিল) ই (সনবথ) সেবন করো। (গোভাজঃ ইৎ) বেদ বাণী, ইন্দ্রিয়, কিরণ প্রভৃতির সেবক (কিল অসথ) নিশ্চিতরূপে হও ।
ভাবার্থ -
ভাবার্থঃ দয়াময় পরমাত্মা নিজ প্রিয় পুত্রগণকে উপদেশ দিচ্ছেন-
"হে পুত্রগণ! তোমরা চিন্তা করে দেখো, অতি চঞ্চল নশ্বর সংসারে আমি তোমাদের স্থিতি করিয়েছি। তার মধ্যে পাতার মতো শীঘ্র পতনশীল শরীরে তোমাদের বাস করিয়েছি এবং আমিও বাস করছি। এইরূপ নশ্বর সংসার এবং ক্ষণ ভঙ্গুর শরীরে অবস্থান সত্ত্বেও তোমরা শরীর এবং সংসারকে নিত্য অবিনাশী মনে করে আমাকে ভুলে গিয়েছ। সংসারে এইভাবে লিপ্ত হয়েছ যে, তোমাদের আমার প্রিয় বাণী অর্থাৎ বেদবাণীতেও রুচি নেই, বেদবেত্তা মহাত্মাগণদের সংসর্গেও আর শ্রদ্ধা নেই। এইজন্য এখনওওআমার এই উপদেশ যে, সৎসঙ্গ করো, বেদবাণী পড়, প্রেম-ভক্তি দ্বারা বেদবাণীর প্রচার করে ইহজন্ম এবং পরজন্মে কল্যাণের ভাগী হও"।।৫০।
इस भाष्य को एडिट करें
Acknowledgment
Book Scanning By:
Sri Durga Prasad Agarwal
Typing By:
N/A
Conversion to Unicode/OCR By:
Dr. Naresh Kumar Dhiman (Chair Professor, MDS University, Ajmer)
Donation for Typing/OCR By:
N/A
First Proofing By:
Acharya Chandra Dutta Sharma
Second Proofing By:
Pending
Third Proofing By:
Pending
Donation for Proofing By:
N/A
Databasing By:
Sri Jitendra Bansal
Websiting By:
Sri Raj Kumar Arya
Donation For Websiting By:
Shri Virendra Agarwal
Co-ordination By:
Sri Virendra Agarwal