Sidebar
अथर्ववेद - काण्ड 8/ सूक्त 3/ मन्त्र 26
अ॒ग्नी रक्षां॑सि सेधति शु॒क्रशो॑चि॒रम॑र्त्यः। शुचिः॑ पाव॒क ईड्यः॑ ॥
स्वर सहित पद पाठअ॒ग्नि: । रक्षां॑सि । से॒ध॒ति॒ । शु॒क्रऽशो॑चि: । अम॑र्त्य । शुचि॑: । पा॒व॒क: । ईड्य॑: ॥३.२६॥
स्वर रहित मन्त्र
अग्नी रक्षांसि सेधति शुक्रशोचिरमर्त्यः। शुचिः पावक ईड्यः ॥
स्वर रहित पद पाठअग्नि: । रक्षांसि । सेधति । शुक्रऽशोचि: । अमर्त्य । शुचि: । पावक: । ईड्य: ॥३.२६॥
अथर्ववेद - काण्ड » 8; सूक्त » 3; मन्त्र » 26
পদার্থ -
অগ্নি রক্ষাংসি সেধতি শুক্রশোচিরমর্ত্যঃ ৷
শুচি পাবক ঈড্যঃ ।।২৫।।
(অথর্ব ৮।৩।২৬)
পদার্থঃ (অগ্নিঃ) এই জ্ঞানস্বরূপ পরমাত্মা (রক্ষাংসি) নানা প্রকার দুঃখদায়ী পাপ তথা রাক্ষসী প্রবৃত্তিকে (সেধতি) বিনাশ করেন। সেই পরমাত্মা (শুক্রশোচিঃ) প্রজ্জ্বলিত প্রকাশ স্বরূপ এবং (অমর্ত্যঃ) মরণ রহিত, (শুচিঃ) শুদ্ধ, (পাবকঃ) শুদ্ধকারী (ঈড্যঃ) স্ততিযোগ্য।
ভাবার্থ -
ভাবার্থঃ হে দুষ্ট বিনাশক পতিত পাবন পরমেশ্বর! জ্ঞানস্বরূপ, দুষ্ট রাক্ষসী প্রবৃত্তির নাশকারী, অমর, শুদ্ধ স্বরূপ, শরণাগত পতিতদের উদ্ধারকারী তুমি। এই সংসারে তুমিই প্রশংসাযোগ্য। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ তোমার স্ততি প্রার্থনা উপাসনাতেই প্রাপ্ত হওয়া যায়, অন্যের স্ততিতে নয়। এজন্য আমরা তোমাকেই মোক্ষ আদি সব সুখদাতা জেনে, তোমারই শরণাগত হয়ে, তোমারই স্তুতিতে প্রার্থনা করি ।।২৫।।
इस भाष्य को एडिट करें