Loading...

सामवेद के मन्त्र

सामवेद - मन्त्रसंख्या 33
ऋषिः - सिन्धुद्वीप आम्बरीषः, त्रित आप्त्यो वा देवता - अग्निः छन्दः - गायत्री स्वरः - षड्जः काण्ड नाम - आग्नेयं काण्डम्
1

शं꣡ नो꣢ दे꣣वी꣢र꣣भि꣡ष्ट꣢ये꣣ शं꣡ नो꣢ भवन्तु पी꣣त꣡ये꣢ । शं꣢꣫ योर꣣भि꣡ स्र꣢वन्तु नः ॥३३॥

स्वर सहित पद पाठ

श꣢म् । नः꣢ । देवीः꣢ । अ꣣भि꣡ष्ट꣢ये । शम् । नः꣣ । भवन्तु । पीत꣡ये꣢ । शम् । योः । अ꣣भि꣢ । स्र꣣वन्तु । नः ॥३३॥


स्वर रहित मन्त्र

शं नो देवीरभिष्टये शं नो भवन्तु पीतये । शं योरभि स्रवन्तु नः ॥३३॥


स्वर रहित पद पाठ

शम् । नः । देवीः । अभिष्टये । शम् । नः । भवन्तु । पीतये । शम् । योः । अभि । स्रवन्तु । नः ॥३३॥

सामवेद - मन्त्र संख्या : 33
(कौथुम) पूर्वार्चिकः » प्रपाठक » 1; अर्ध-प्रपाठक » 1; दशतिः » 3; मन्त्र » 13
(राणानीय) पूर्वार्चिकः » अध्याय » 1; खण्ड » 3;
Acknowledgment

পদার্থ -

শং নো দেবীরভিষ্টয়ো শং নো ভবন্তু পীতয়ে।

শং য়োরভি স্রবন্তু নঃ।।৯২।।

(সাম ৩৩)

পদার্থঃ (দেবীঃ) পরমেশ্বরের দিব্য শক্তি (নঃ) আমাদের (অভিষ্টয়ো) মনোবাঞ্ছিত পদার্থের প্রাপ্তির জন্য (শম্) সুখদায়ক (ভবন্তু) হোক। (নঃ) আমাদের (পীতয়ে) তৃপ্তির জন্য (শম্) সুখদায়ক হোক এবং (নঃ) আমাদের জন্য (শং য়োঃ) সমস্ত সুখকে (অভিস্রবন্তু) সমস্ত দিক থেকে বর্ষণ করুক।

 

ভাবার্থ -

ভাবার্থঃ সর্বজ্ঞ, সর্বশক্তিমান পরমাত্মার দিব্যশক্তি আমাদের মনোবাঞ্ছিত সুখদায়ক। ঈশ্বরের সেই অচিন্ত্য দিব্যশক্তি আমাদের তৃপ্তিদায়ক এবং পরম সুখের বর্ষণ করে। এই সংসারে আমাদের সদা সুখী  রেখে মুক্তিধামে সর্বদুঃখ নিবৃত্তিপূর্বক পরমানন্দের প্রাপ্তি করায়। এমন দয়াময়, জগৎপতি পরমাত্মার প্রতি নম্রতাপূর্বক আমাদের প্রার্থনা হল, তিনি আমাদের প্রার্থনা গ্রহণ করুন এবং আমাদেরকে সদা সুখী করুন।।৯২।।

 

इस भाष्य को एडिट करें
Top