Loading...

सामवेद के मन्त्र

सामवेद - मन्त्रसंख्या 34
ऋषिः - उशना काव्यः देवता - अग्निः छन्दः - गायत्री स्वरः - षड्जः काण्ड नाम - आग्नेयं काण्डम्
4

क꣡स्य꣢ नू꣣नं꣡ प꣢꣯रीणसि꣣ धि꣡यो꣢ जिन्वसि सत्पते । गो꣡षा꣢ता꣣ य꣡स्य꣢ ते꣣ गि꣡रः꣢ ॥३४॥

स्वर सहित पद पाठ

क꣡स्य꣢꣯ । नू꣣न꣢म् । प꣡री꣢꣯णसि । प꣡रि꣢꣯ । न꣣सि । धि꣡यः꣢꣯ । जि꣣न्वसि । सत्पते । सत् । पते । गो꣡षा꣢꣯ता । गो꣢ । सा꣣ता । य꣡स्य꣢꣯ । ते꣣ । गि꣡रः꣢꣯ ॥३४॥


स्वर रहित मन्त्र

कस्य नूनं परीणसि धियो जिन्वसि सत्पते । गोषाता यस्य ते गिरः ॥३४॥


स्वर रहित पद पाठ

कस्य । नूनम् । परीणसि । परि । नसि । धियः । जिन्वसि । सत्पते । सत् । पते । गोषाता । गो । साता । यस्य । ते । गिरः ॥३४॥

सामवेद - मन्त्र संख्या : 34
(कौथुम) पूर्वार्चिकः » प्रपाठक » 1; अर्ध-प्रपाठक » 1; दशतिः » 3; मन्त्र » 14
(राणानीय) पूर्वार्चिकः » अध्याय » 1; खण्ड » 3;
Acknowledgment

পদার্থ -

কস্য নূনং পরীণসি ধিয়ো জিন্বসি সৎপতে।

গোষাতা যস্য তে গিরঃ।।১২।।

(সাম ৩৪)

পদার্থঃ হে (সৎপতে) সজ্জনের পালক জ্যোতির্ময় পরমাত্মা! তুমি (কস্য) কোন মানুষের (ধিয়ঃ) বুদ্ধিকে (পরীণসি’) অধিক থেকে অধিকতর (জিম্বসি) সৎপথে প্রেরণ করো? 

এই প্রশ্নের উত্তর দেয়া হচ্ছে– (য়স্য) যে মানুষ (তে) তোমার (গিরঃ) উপদেশ বাণীর (গোসাতা) শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ ইন্দ্রিয়বান, বসুন্ধরায় শ্রেষ্ঠত্বের অধিকারী এবং আত্ম-কিরণকে শ্রেষ্ঠত্বের সাথে প্রাপ্ত করতে সফল হন, (নূনম্) নিশ্চয়ই তাঁর বুদ্ধিই তুমি সৎ মার্গে প্রেরণ করেছ ॥১৪॥

 

ভাবার্থ -

ভাবার্থঃ হে পরমেশ্বর! তোমার যে পরম প্রিয় ভক্তগণ নিজেদের অতিমনোহর অমৃতপূর্ণ বাণী দ্বারা সর্বদা তোমারই গুণগান করে, ভক্ত বৎসল তুমি সেই ভক্তদের শ্রেষ্ঠবুদ্ধি দ্বারা পূর্ণ করে দাও। তোমার অপার কৃপা দ্বারা যারা উত্তম বুদ্ধি প্রাপ্ত হয়েছে, তারা নিজের মনের দ্বারা এরূপ প্রার্থনা করে যে, "হে দয়ার ভাণ্ডার ভগবান! যেরূপ তুমি আমাদের সৎবুদ্ধি দিয়েছ, যার মাধ্যমে আমরা তোমার ভক্ত এবং তোমার কৃপার পাত্র হয়েছি, তেমনই সবাই যেন তোমার কৃপার পাত্র হয়। অনুরূপ কৃপা অন্য সবাইকেও করো। তাদেরও সদবুদ্ধি প্রদান করো যাতে তারা সবাই তোমার প্রিয় ভক্ত হতে পারে এবং জীবনে নিজে সুখী হয়ে সম্পূর্ণ সংসারে শান্তি ছড়িয়ে দিতে পারে" ।।১২।।

 

इस भाष्य को एडिट करें
Top