Loading...

सामवेद के मन्त्र

सामवेद - मन्त्रसंख्या 38
ऋषिः - वसिष्ठो मैत्रावरुणिः देवता - अग्निः छन्दः - बृहती स्वरः - मध्यमः काण्ड नाम - आग्नेयं काण्डम्
2

त्वे꣡ अ꣢ग्ने स्वाहुत प्रि꣣या꣡सः꣢ सन्तु सू꣣र꣡यः꣢ । य꣣न्ता꣢रो꣣ ये꣢ म꣣घ꣡वा꣢नो꣣ ज꣡ना꣢नामू꣣र्वं꣡ दय꣢꣯न्त꣣ गो꣡ना꣢म् ॥३८॥

स्वर सहित पद पाठ

त्वे꣣ इति꣢ । अ꣣ग्ने । स्वाहुत । सु । आहुत । प्रिया꣡सः꣢ । स꣣न्तु । सूर꣡यः꣢ । य꣣न्ता꣡रः꣢ । ये । म꣣घ꣡वा꣢नः । ज꣡ना꣢꣯नाम् । ऊ꣣र्व꣢म् । दय꣢꣯न्त । गो꣡ना꣢꣯म् ॥३८॥


स्वर रहित मन्त्र

त्वे अग्ने स्वाहुत प्रियासः सन्तु सूरयः । यन्तारो ये मघवानो जनानामूर्वं दयन्त गोनाम् ॥३८॥


स्वर रहित पद पाठ

त्वे इति । अग्ने । स्वाहुत । सु । आहुत । प्रियासः । सन्तु । सूरयः । यन्तारः । ये । मघवानः । जनानाम् । ऊर्वम् । दयन्त । गोनाम् ॥३८॥

सामवेद - मन्त्र संख्या : 38
(कौथुम) पूर्वार्चिकः » प्रपाठक » 1; अर्ध-प्रपाठक » 1; दशतिः » 4; मन्त्र » 4
(राणानीय) पूर्वार्चिकः » अध्याय » 1; खण्ड » 4;
Acknowledgment

পদার্থ -

ত্বে অগ্নে স্বাহুত প্রিয়াসঃ সন্তু সূরয়ঃ।

যন্তারো যে মঘবানো জনানামূর্বং দয়ন্ত গোনাম্।।২৩।।

(সাম ৩৮)

পদার্থঃ হে (স্বাহুত) শ্রদ্ধারসের হবি দ্বারা আহুতিপ্রাপ্ত (অগ্নে) তেজোময় পরমাত্মা! তোমার (সূরয়ঃ) স্তুতিকারী বিদ্বানগণ (ত্বে) তোমার দৃষ্টিতে (প্রিয়াসঃ) প্রিয় (সন্তু) হয়ে থাকেন; (মঘবানঃ) আধ্যাত্মিক ভক্তি শ্রদ্ধারূপ ধন সম্পন্ন (যে) যে (জনানাম্) মনুষ্য (যন্তারঃ) শুভ এবং অশুভ কর্মকে নিয়ন্ত্রণ করে (গোনাম্) চক্ষু সহ সকল ইন্দ্রিয়ের (ঊর্বম্) হিংসক দোষকে (দয়ন্ত) নষ্ট করে।

অথবা (গোনাম্) বেদ বাণী (ঊর্বম্) সমূহ (দয়ন্ত) অন্যকে প্রদান করে।

অথবা (গোনাম্) গাভীদের (ঊর্বম্) গোশালার (দয়ন্ত) রক্ষা করে, তারাই তোমার প্রিয়।

 

ভাবার্থ -

ভাবার্থঃ পরমাত্মার কাছে সকল মনুষ্য সন্তান স্বরূপ হলেও স্বীয় কর্মের মাধ্যমে পরমাত্মার প্রিয়ভাজন হয়ে ওঠা যায়। যে ব্যক্তি নিজের শ্রদ্ধা ও ভক্তি রূপ আধ্যাত্মিক ধন ঈশ্বরকে সমর্পণ করেন, নিজের কর্ণ, চক্ষু সহ সকল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে বাহ্যিক হিংসক বিষয় হতে নিরত রাখেন, বেদবিদ্যা প্রচার করেন এবং গোসমূহ রক্ষার জন্য সচেষ্ট থাকেন, সেই ব্যক্তিই পরমেশ্বরের প্রিয় হয়ে ওঠেন।।২৩।।

 

इस भाष्य को एडिट करें
Top