Loading...

सामवेद के मन्त्र

सामवेद - मन्त्रसंख्या 651
ऋषिः - असितः काश्यपो देवलो वा देवता - पवमानः सोमः छन्दः - गायत्री स्वरः - षड्जः काण्ड नाम -
1

उ꣡पा꣢स्मै गायता नरः꣣ प꣡व꣢माना꣣ये꣡न्द꣢वे । अ꣣भि꣢ दे꣣वा꣡ꣳ इय꣢꣯क्षते ॥६५१॥

स्वर सहित पद पाठ

उ꣡प꣢꣯ । अ꣣स्मै । गायत । नरः । प꣡व꣢꣯मानाय । इ꣡न्द꣢꣯वे । अ꣣भि꣢ । दे꣣वा꣢न् । इ꣡य꣢꣯क्षते ॥६५१॥


स्वर रहित मन्त्र

उपास्मै गायता नरः पवमानायेन्दवे । अभि देवाꣳ इयक्षते ॥६५१॥


स्वर रहित पद पाठ

उप । अस्मै । गायत । नरः । पवमानाय । इन्दवे । अभि । देवान् । इयक्षते ॥६५१॥

सामवेद - मन्त्र संख्या : 651
(कौथुम) उत्तरार्चिकः » प्रपाठक » 1; अर्ध-प्रपाठक » 1; दशतिः » ; सूक्त » 1; मन्त्र » 1
(राणानीय) उत्तरार्चिकः » अध्याय » 1; खण्ड » 1; सूक्त » 1; मन्त्र » 1
Acknowledgment

পদার্থ -

উপাস্মৈ গায়তা নরঃ পবমানায়েন্দবে।

অভি দেবাং ইয়ক্ষতে।।৩৭।।

(সাম ৬৫১)

পদার্থঃ (নরঃ) হে মনুষ্য! (অস্মৈ পবমানায়) এই পবিত্রকারী (ইন্দবে) পরমেশ্বরের জন্য (দেবান্ অভি ইয়ক্ষতে) বিদ্বানদের লক্ষ্য ও অনুসরণ করে, নিজের যজন প্রার্থনা করে (উপ গায়তঃ) উপগান করো ।

 

ভাবার্থ -

ভাবার্থঃ হে ঈশ্বর! একজন ধর্মাত্মা দয়ালু পিতা নিজ সন্তানের জন্য অনেক উত্তম বস্তু সংগ্রহ করেন, মন থেকে চান যে তার সন্তান যেন যোগ্য হয়, তাকে উত্তম বস্তু দিয়ে সুখী করেন। সেভাবেই হে পতিতপাবন, পরম দয়ালু জগৎপিতা! তুমিও চাও যে, তোমার সন্তান, ধর্মাত্মা হয়ে তোমার পূজন করুক। এজন্য বিদ্বান ও ধর্মাত্মাগণ যেভাবে তোমার উপাসনা করেন, আমরা তাদের লক্ষ্য করার মাধ্যমে অনুসরণ করে নিজেরাও সেই ভাবে উপাসনা করব, স্তুতি গান করব। এভাবে আমরাও তোমার প্রিয় সন্তানরূপ ভক্তে পরিণত হয়ে স্বীয় যথার্থ জ্ঞান দ্বারা মোক্ষাদি পরম সুখ লাভ করব।।৩৭।।

 

इस भाष्य को एडिट करें
Top