अथर्ववेद - काण्ड 3/ सूक्त 2/ मन्त्र 5
सूक्त - अथर्वा
देवता - द्यौः
छन्दः - त्रिष्टुप्
सूक्तम् - शत्रु सेनासंमोहन सूक्त
अ॒मीषां॑ चि॒त्तानि॑ प्रतिमो॒हय॑न्ती गृहा॒णाङ्गा॑न्यप्वे॒ परे॑हि। अ॒भि प्रेहि॒ निर्द॑ह हृ॒त्सु शोकै॒र्ग्राह्या॒मित्रां॒स्तम॑सा विध्य॒ शत्रू॑न् ॥
स्वर सहित पद पाठअ॒मीषा॑म् । चि॒त्तानि॑ । प्र॒ति॒ऽमो॒हय॑न्ती । गृ॒हा॒ण । अङ्गा॑नि । अ॒प्वे॒ । परा॑ । इ॒हि॒ । अभि । प्र । इ॒हि॒ । नि: । द॒ह॒ । हृ॒त्ऽसु । शोकै॑: । ग्राह्या॑ । अ॒मित्रा॑न् । तम॑सा । वि॒ध्य॒ । शत्रू॑न् ॥२.५॥
स्वर रहित मन्त्र
अमीषां चित्तानि प्रतिमोहयन्ती गृहाणाङ्गान्यप्वे परेहि। अभि प्रेहि निर्दह हृत्सु शोकैर्ग्राह्यामित्रांस्तमसा विध्य शत्रून् ॥
स्वर रहित पद पाठअमीषाम् । चित्तानि । प्रतिऽमोहयन्ती । गृहाण । अङ्गानि । अप्वे । परा । इहि । अभि । प्र । इहि । नि: । दह । हृत्ऽसु । शोकै: । ग्राह्या । अमित्रान् । तमसा । विध्य । शत्रून् ॥२.५॥
अथर्ववेद - काण्ड » 3; सूक्त » 2; मन्त्र » 5
मन्त्र विषय - সেনাপতিকৃত্যমুপদিশ্যতেঃ
भाषार्थ -
(অপ্বে) হে শত্রুদের বিনাশকারী বা দূরীভূতকারী সেনা (অমীষাম্) সেই [শত্রুদের] (চিত্তানি) চিত্ত এবং (অঙ্গানি) শরীরের অবয়ব এবং সেনাবিভাগকে (প্রতিমোহয়ন্তী) ব্যাকুল করে (গৃহাণ) বশীভূত করো এবং (পরা, ইহি) পরাক্রমপূর্বক চলো। (অভি) চারিদিক থেকে (প্র, ইহি) অগ্রগমন করো (হৃৎসু) তাঁদের হৃদয় (শোকৈঃ) শোকের দ্বারা (নির্দহ) দহন/দগ্ধ করো/করে দাও এবং (গ্রাহ্যা) গ্রহণশক্তি [বন্ধনাদি] দ্বারা এবং (তমসা) অন্ধকার দ্বারা (অমিত্রান্) পীড়াদায়ক (শত্রূন্) শত্রুদের (বিধ্য) ছেদন করো॥৫॥
भावार्थ - সেনাপতি এমন প্রকারের ব্যূহ রচনা করুক যাতে তাঁর উৎসাহিত সেনা অগ্রসর হয়ে অশ্বারোহী অশ্বারোহীকে, রথারোহী রথারোহীকে, পদাতিক পদাতিককে ব্যাকুল করে, অর্থাৎ আগ্নেয় অস্ত্রের মাধ্যমে ধুঁয়ো এবং বারুণেয় অস্ত্রের মাধ্যমে বন্ধন করে জয়ী হবে॥৫॥ এই মন্ত্রের ঋগ্বেদ ১০।১০৩।১২। যজুর্বেদ ১৭।৪৪। সামবেদ উ০ ৯।৩।৫ এবং নিরুক্ত ৯।৩৩ এ এই প্রকার সমান পাঠ রয়েছে ॥ অমীষাং চিত্তং প্রতিলোভয়ন্তী গৃহাণাঙ্গান্যষ্বে পরেহি। অভি প্রেহি নির্দহ হৃৎসু শোকৈরন্ধেনামিত্রাস্তমসা সচন্তাম্ ॥ (অপ্বে) হে শত্রুদের বিনাশকারী বা দূরীভূতকারী সেনা ! (অমীষাম্) তাঁদের (চিত্তম্) চিত্তকে (প্রতিলোভয়ন্তী) ব্যাকুল করে (অঙ্গানি) অঙ্গকে (গৃহাণ) বন্ধন করো এবং (পরা, ইহি) পরাক্রমপূর্বক চলো। (অভি) চারিদিক থেকে (প্র, ইহি) এগিয়ে চলো (হৃৎসু) তাঁদের হৃদয় (শোকৈঃ) শোক দ্বারা (নির্দহ) দগ্ধ করো। (অন্ধেন) গাঢ় [দৃষ্টি রোধকারী] (তমসা) অন্ধকারের সাথে (অমিত্রাঃ) পীড়াদায়কেরা (সচন্তাম্) সংযুক্ত হোক ॥
इस भाष्य को एडिट करें