अथर्ववेद - काण्ड 2/ सूक्त 3/ मन्त्र 4
सूक्त - अङ्गिराः
देवता - भैषज्यम्, आयुः, धन्वन्तरिः
छन्दः - अनुष्टुप्
सूक्तम् - आस्रावभेषज सूक्त
उ॑प॒जीका॒ उद्भ॑रन्ति समु॒द्रादधि॑ भेष॒जम्। तदा॑स्रा॒वस्य॑ भेष॒जं तदु॒ रोग॑मशीशमत् ॥
स्वर सहित पद पाठउ॒प॒ऽजीका॑: । उत् । भ॒र॒न्ति॒ । स॒मु॒द्रात् । अधि॑ । भे॒ष॒जम् । तत् । आ॒ऽस्रा॒वस्य॑ । भे॒ष॒जम् । तत् । ऊं॒ इति॑ । रोग॑म् । अ॒शी॒श॒म॒त् ॥३.४॥
स्वर रहित मन्त्र
उपजीका उद्भरन्ति समुद्रादधि भेषजम्। तदास्रावस्य भेषजं तदु रोगमशीशमत् ॥
स्वर रहित पद पाठउपऽजीका: । उत् । भरन्ति । समुद्रात् । अधि । भेषजम् । तत् । आऽस्रावस्य । भेषजम् । तत् । ऊं इति । रोगम् । अशीशमत् ॥३.४॥
अथर्ववेद - काण्ड » 2; सूक्त » 3; मन्त्र » 4
भाषार्थ -
(উপজীকাঃ) উইপোকা (সমুদ্রাৎ অধি) সমুদ্র থেকে (ভেষজম্) ঔষধকে (উদ্ ভরন্তি) উদ্ধৃত করে, উপরের দিকে নিয়ে আসে (তৎ) তা (আস্রাবস্য) আস্রাব এর (ভেষজম্) ঔষধ, (তৎ উ) তা নিশ্চিতরূপে (রোগ, অশীশমৎ) রোগকে শান্ত করে দেয়।
टिप्पणी -
[উইপোকার সমুদ্রের জলে নিবাস অপ্রমাণিত। অতঃ সমুদ্রাৎ এর অভিপ্রায় হলো "সমুদ্রতটাৎ"। যেমন "গঙ্গায়াং ঘোষাঃ" বাক্যে ঘোষ জাতির মনুষ্যের নিবাস প্রবাহিত-গঙ্গায় তা অসম্ভব, অতঃ গঙ্গায়াম্ এর উদ্দেশ্য হলো "গঙ্গা-তট"। সমুদ্র-তটে উইপোকা ঢিবি তৈরী করতে পারে, যাকে Ant-Hill বলা হয়। ঢিবি যতঃ সমুদ্রের তটে থাকে, এইজন্য এর নির্মাণে সামুদ্রিক লবণেরও মিশ্রণ হয়ে যায়। লবণমিশ্রিত ঢিবির মাটি আস্রাবের নিবারণে বিশেষোপকারী হয়, এটাই উদ্দেশ্য। সামুদ্রিক তটে নির্মিত ঢিবিতে সামুদ্রিক জল আস্তে আস্তে করে নিজের লবণকে ঢিবিতে মিশ্রিত করে দেয়। এইজন্য সামুদ্রিক ঢিবিতে বিশেষ গুণাধান হয়ে যায়।]