अथर्ववेद - काण्ड 3/ सूक्त 10/ मन्त्र 6
सूक्त - अथर्वा
देवता - जातवेदाः, पशुसमूहः
छन्दः - अनुष्टुप्
सूक्तम् - रायस्पोषप्राप्ति सूक्त
इडा॑यास्प॒दं घृ॒तव॑त्सरीसृ॒पं जात॑वेदः॒ प्रति॑ ह॒व्या गृ॑भाय। ये ग्रा॒म्याः प॒शवो॑ वि॒श्वरू॑पा॒स्तेषां॑ सप्ता॒नां मयि॒ रन्ति॑रस्तु ॥
स्वर सहित पद पाठइडा॑या: । प॒दम् । घृतऽव॑त् । स॒री॒सृ॒पम् । जात॑ऽवेद: । प्रति॑ । ह॒व्या । गृ॒भा॒य॒ । ये । ग्रा॒म्या: । प॒शव॑: । वि॒श्वऽरू॑पा: । तेषा॑म् । स॒प्ता॒नाम् । मयि॑ । रन्ति॑: । अ॒स्तु॒ ॥१०.६॥
स्वर रहित मन्त्र
इडायास्पदं घृतवत्सरीसृपं जातवेदः प्रति हव्या गृभाय। ये ग्राम्याः पशवो विश्वरूपास्तेषां सप्तानां मयि रन्तिरस्तु ॥
स्वर रहित पद पाठइडाया: । पदम् । घृतऽवत् । सरीसृपम् । जातऽवेद: । प्रति । हव्या । गृभाय । ये । ग्राम्या: । पशव: । विश्वऽरूपा: । तेषाम् । सप्तानाम् । मयि । रन्ति: । अस्तु ॥१०.६॥
अथर्ववेद - काण्ड » 3; सूक्त » 10; मन्त्र » 6
भाषार्थ -
(ইডায়াঃ১) স্তুত্যা [একাষ্টকা-এর] (পদম্২) গতি (ঘৃতবৎ৩ সরীসৃপম্৪) গলিত ঘৃতের সদৃশ অতি সর্পণগতিযুক্ত হয়, (জাতবেদঃ) হে জাতপ্রজ্ঞ পরমেশ্বর! আপনি (হব্যা= হবীংষি) আমাদের প্রদত্ত হবি (প্রতিগৃভায়) গ্রহণ করুন। (যে) যা (বিশ্বরূপাঃ) নানা রূপাকৃতি সম্পন্ন (গ্রাম্যাঃ পশবঃ) গ্রামের পশু আছে, (তেষাম্, সপ্তানাম্) সেই সাতের (রন্তিঃ) রমণ (ময়ি অস্তু) আমার মধ্যে হোক [এই প্রার্থনা করা হয়েছে।]
टिप्पणी -
[প্রকরণ অনুসারে ইডা-এর অর্থ একাষ্টকা প্রতীত হয় (মন্ত্র ৫)। একাষ্টকা-এর গতি হলো অতি-সর্পণশীল। পরমেশ্বরের প্রতি প্রকৃতিজন্য হবিকে সমর্পিত করে, তা গ্রহণ করার প্রার্থনা করেছে। গ্রামে সাতটি পশু আছে গাভী, অশ্ব, অজা, ছাগল, পুরুষ, গর্দভ ও উষ্ট্র (সায়ণ)। ফলস্বরূপ এদের রমণ কামনা করা হয়েছে। একাষ্টকা হলো মাঘ কৃষ্ণ অষ্টমী (সায়ণ), (অথর্ব০ ১০।৫।১)।] [১. ইডা=ঈড স্তুতৌ, দীর্ঘ ঈকার-এর হ্রস্বত্ব ছান্দস। ২. পদম্ =পদ গতৌ অর্থাৎ গতি, বিচলন। ৩. ঘৃতবৎ =ঘৃতম্ উদকনাম (নিঘং০ ১।১২)। ৪. সরীসৃপম্ = উদকবৎ অতি সর্পণশীল; যঙ্লুগন্তরূপ। জ্যোতিষ সিদ্ধান্তানুসারে ভূমধ্যরেখা এবং ক্রান্তিবৃত্তের মেল অর্থাৎ পরস্পর সংযোগের বিন্দুগুলির যখন সংক্রমণ হয় তখন এই সংক্রমণ ধীরে-ধীরে এই বিন্দুগুলির ওপর পূর্বাপেক্ষা কিছুটা শীঘ্রই পৌঁছে যায়। একে “Precession of equinoxes" বলা হয়। Equinoxes-এর অর্থ হলো "দিন রাত্রি সমান হয়ে যাওয়া।" ইহা সমান হওয়া রাশিচক্রে পশ্চিম থেকে পূর্বের দিকে হতে থাকে। রাশিগুলির ক্রম হলো, মেষ, বৃষ, মিথুন আদি, এবং এদের বিপরীত ক্রম হলো, মীন, কুম্ভ, মকর আদি। Equinoxes-এর গতি এই বিপরীত ক্রমে হতে থাকে। এই গতির প্রভাব একাষ্টকার ওপরেও হয়। ইহাকে "সরীসৃপম্" দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। একাষ্টকা= মাঘ কৃষ্ণ অষ্টমী (সায়ণ)।]