अथर्ववेद - काण्ड 20/ सूक्त 47/ मन्त्र 21
अयु॑क्त स॒प्त शु॒न्ध्युवः॒ सूरो॒ रथ॑स्य न॒प्त्य:। ताभि॑र्याति॒ स्वयु॑क्तिभिः ॥
स्वर सहित पद पाठअयु॑क्त: । स॒प्त । शु॒न्ध्युव॑: । सुर॑: । रथ॑स्य । न॒प्त्य॑: ॥ ताभि॑: । या॒ति॒ । स्वयु॑क्तिऽभि: ॥४७.२१॥
स्वर रहित मन्त्र
अयुक्त सप्त शुन्ध्युवः सूरो रथस्य नप्त्य:। ताभिर्याति स्वयुक्तिभिः ॥
स्वर रहित पद पाठअयुक्त: । सप्त । शुन्ध्युव: । सुर: । रथस्य । नप्त्य: ॥ ताभि: । याति । स्वयुक्तिऽभि: ॥४७.२१॥
अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 47; मन्त्र » 21
मन्त्र विषय - ১৩-২১ আধ্যাত্মোপদেশঃ ॥
भाषार्थ -
(সূরঃ) সূর্য [লোকপ্রেরক রবিমণ্ডল] (রথস্য) রথ [নিজের চলার বিধানের] (নপ্ত্যঃ) অপতনশীল (সপ্ত) সাত [শুক্ল, নীল, পীত আদি ম০ ২০] (শুন্ধ্যুবঃ) শুদ্ধকারী কিরণ-সমূহকে (অয়ুক্ত) সংযোজিত করেছে। (তাভিঃ) সেই (স্বয়ুক্তিভিঃ) ধনের সাথে সংযোগবিশিষ্ট [কিরণ-সমূহের সাথে] (যাতি) সে[সূর্য] চলে॥২১॥
भावार्थ - যে সূর্য নিজের পরিধির লোক-সমূহকে নিজের আকর্ষণে রেখে চালনা করে এবং যার কিরণ-সমূহ রোগ দূর করে আলো এবং বৃষ্টি আদি দ্বারা সংসারকে ধনী করে, সেই সূর্যকে জগদীশ্বর পরমাত্মা সৃষ্টি করেছেন ॥২১॥
इस भाष्य को एडिट करें