अथर्ववेद - काण्ड 20/ सूक्त 77/ मन्त्र 3
क॒विर्न नि॒ण्यं वि॒दथा॑नि॒ साध॒न्वृषा॒ यत्सेकं॑ विपिपा॒नो अर्चा॑त्। दि॒व इ॒त्था जी॑जनत्स॒प्त का॒रूनह्ना॑ चिच्चक्रुर्व॒युना॑ गृ॒णन्तः॑ ॥
स्वर सहित पद पाठक॒वि: । न । नि॒ण्यम् । वि॒दथा॑नि । साध॑न् । वृषा॑ । यत् । सेक॑म् । वि॒ऽपि॒पा॒न: । अर्चा॑त् ॥ दि॒व: । इ॒त्था । जी॒ज॒न॒त् । स॒प्त । का॒रून् । अह्ना॑ । चि॒त् । च॒क्रु॒ । वयुना॑ । गृ॒णन्त॑: ॥७७.३॥
स्वर रहित मन्त्र
कविर्न निण्यं विदथानि साधन्वृषा यत्सेकं विपिपानो अर्चात्। दिव इत्था जीजनत्सप्त कारूनह्ना चिच्चक्रुर्वयुना गृणन्तः ॥
स्वर रहित पद पाठकवि: । न । निण्यम् । विदथानि । साधन् । वृषा । यत् । सेकम् । विऽपिपान: । अर्चात् ॥ दिव: । इत्था । जीजनत् । सप्त । कारून् । अह्ना । चित् । चक्रु । वयुना । गृणन्त: ॥७७.३॥
अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 77; मन्त्र » 3
मन्त्र विषय - রাজধর্মোপদেশঃ
भाषार्थ -
(কবিঃ ন) যেমন বুদ্ধিমান্ পুরুষ (বিদথানি) জ্ঞাতব্য কর্ম সমূহকে (সাধন্) সিদ্ধ করে (নিণ্যম্) গূঢ় অর্থকে, [তেমনই] (যৎ) যিনি (বৃষা) সুখ বর্ষণকারী বলবান্ [রাজা] (সেকম্) সীঞ্চনকে [বৃদ্ধির প্রয়াসকে] (বিপিপানঃ) বিশেষভাবে রক্ষা করে (অর্চাৎ) সৎকার করেন, তিনি (ইত্থা) এরূপ (সপ্ত) সপ্ত (চারূন্) কার্য সম্পাদনকারীকে [অর্থাৎ ত্বক, নেত্র, কান, জিহ্বা, নাক, মন এবং বুদ্ধি, অথবা দুই কান, দুই নাসারন্ধ্র, দুই চোখ এবং মুখ] (দিবঃ) ব্যবহারকুশল (জীজনৎ) উৎপন্ন করেন, (চিৎ) যেমন (গৃণন্তঃ) উপদেষ্টা পুরুষ (অহ্না) দিনের ন্যায় (বয়ুনানি) জ্ঞাতব্য কর্মসমূহ (চক্রুঃ) করেছেন ॥৩॥
भावार्थ - যে রাজা বুদ্ধিমানের ন্যায় গূঢ় বিচারযুক্ত এবং সুখ বর্ধনকারী, তিনি সবার শরীর ও বুদ্ধিকে সদ্ব্যবহার যুক্ত করে সর্বপ্রথম মহাত্মাদের সদৃশ অদ্ভুত কর্মসমূহকে দিবালোকের ন্যায় প্রকট করেন ॥৩।। মন্ত্রে (কারু) পদ ঋষি আদি বাচক। যজুর্বেদ ৩০।৫৫। মন্ত্রের উক্তি হল (সপ্ত ঋষয়ঃ প্রতিহিতাঃ শরীরে) শরীরে সপ্ত ঋষি বিরাজমান। [সপ্ত ঋষয়ঃ ষডিন্দ্রিয়াণি বিদ্যা সপ্তমী] সপ্ত ঋষি হল ৬ ইন্দ্রিয় এবং সাত নম্বর হল বিদ্যা [বুদ্ধি] -নিরু০ ১২।৩৭। (যঃ সপ্ত খানি বি ততর্দ শীর্ষণি। কর্ণাবিমৌ নাসিকে চক্ষণী মুখম্) কর্তা [মনুষ্যের] মস্তকে সাত গোলক নির্মাণ করেছেন, যথা দুই কর্ণ, উভয় নাসিকা, দুই চক্ষু এবং মুখ-অথ০ ১০।২।৬ ॥
इस भाष्य को एडिट करें