अथर्ववेद - काण्ड 20/ सूक्त 126/ मन्त्र 16
सूक्त - वृषाकपिरिन्द्राणी च
देवता - इन्द्रः
छन्दः - पङ्क्तिः
सूक्तम् - सूक्त-१२६
न सेशे॒ यस्य॒ रम्ब॑तेऽन्त॒रा स॒क्थ्या॒ कपृ॑त्। सेदी॑शे॒ यस्य॑ रोम॒शं नि॑षे॒दुषो॑ वि॒जृम्भ॑ते॒ विश्व॑स्मा॒दिन्द्र॒ उत्त॑रः ॥
स्वर सहित पद पाठन । स: । ई॒शे॒ । यस्य॑ । रम्ब॑ते । अ॒न्त॒रा । स॒क्थ्या॑ । कपृ॑त् ॥ स: । इत् । ई॒शे॒ । यस्य॑ । रो॒म॒शम् । नि॒ऽसेदुष॑: । वि॒ऽजृम्भ॑ते । विश्व॑स्मात् । इन्द्र॑: । उत्ऽत॑र ॥१२६.१६॥
स्वर रहित मन्त्र
न सेशे यस्य रम्बतेऽन्तरा सक्थ्या कपृत्। सेदीशे यस्य रोमशं निषेदुषो विजृम्भते विश्वस्मादिन्द्र उत्तरः ॥
स्वर रहित पद पाठन । स: । ईशे । यस्य । रम्बते । अन्तरा । सक्थ्या । कपृत् ॥ स: । इत् । ईशे । यस्य । रोमशम् । निऽसेदुष: । विऽजृम्भते । विश्वस्मात् । इन्द्र: । उत्ऽतर ॥१२६.१६॥
अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 126; मन्त्र » 16
भाषार्थ -
(সঃ) সেই ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ (ন ঈশে) বর্ষার অধীশ্বরী নয়, (যস্য) যার (কপৃৎ) জলের পূর্ণতাকারী মেঘ, (সক্থ্যা) আকর্ষণ দ্বারা পরস্পর সংসক্ত দ্যুলোক এবং ভূলোকের (অন্তরা) মধ্যে অর্থাৎ অন্তরিক্ষে (রম্বতে) গর্জন করতে থাকে। (স ইৎ) অপিতু তা (ঈশে) বর্ষার অধীশ্বর (নিষেদুষঃ যস্য) এক স্থানে স্থিত যার (রোমশম্) লোকসমূহ সদৃশ রশ্মিসমূহ (বিজৃম্ভতে) বিশেষরূপে সর্বত্র বিচরণ করে, অর্থাৎ সূর্যের রশ্মিসমূহ। রশ্মির উত্তাপ কারণে মেঘ সৃষ্টি হয়, এবং বর্ষিত হয়। (বিশ্বস্মাৎ০) পূর্ববৎ।
- [রম্বতে= রবি শব্দে। সক্থ্যৌ=সজতীতি সক্থি (উণাদি কোশ ৩.১৫৪)। কপৃৎ=ক (জল)+পৃৎ (পৄ পূরণে); জলের অভাবের পূর্ণকারী মেঘ। রোমশম্=ইহার দ্বারা বৃষাকপি অর্থাৎ সূর্যের বর্ণনা হয়েছে, যাকে উপনিষদে হিরণ্যকেশ এবং হিরণ্যশ্মশ্রূ বলা হয়েছে। সূর্যের কিরণই “হিরণ্যময়-কেশ” এবং “হিরণ্যময়-শ্মশ্রূ”, যাকে মন্ত্রে “রোমশ” অর্থাৎ রোম-সমূহ বলা হয়েছে। (নিষেদুষঃ) বৈদিক বিজ্ঞান অনুসারে সূর্য চলে না, অপিতু তা সৌর-মণ্ডলে সাপেক্ষ স্থিতির দৃষ্টিতে সদা এক স্থানে স্থিত। মন্ত্রে পুনঃ “ইন্দ্র এবং বৃষাকপি” এর বর্ণনা হয়েছে। ইন্দ্র-এর এখানে অভিপ্রায়—বিদ্যুৎ, এবং বৃষাকপি-এর অভিপ্রায় হল—সূর্য। ইন্দ্র=বিদ্যুৎ (পূর্ব মন্ত্র ৯)। বৃষাকপি=সূর্য (নিরু০ ১২.৩.২৭)। “বৃষাকপি” শব্দে “বৃষা” পদ স্পষ্ট নির্দেশ করছে, সূর্য হল বর্ষার কারণ। বর্তমান মন্ত্রেও ইহার পরিপুষ্টি করা হয়েছে। মেঘে গর্জনের কারণ হল বিদ্যুৎ। কথায় আছে—“যা গর্জিত হয় তা বর্ষিত হয় না”।]
इस भाष्य को एडिट करें