यजुर्वेद - अध्याय 18/ मन्त्र 36
ऋषिः - देवा ऋषयः
देवता - रसविद्विद्वान् देवता
छन्दः - आर्ष्युनुष्टुप्
स्वरः - गान्धारः
5
पयः॑ पृथि॒व्यां पय॒ऽओष॑धीषु॒ पयो॑ दि॒व्यन्तरि॑क्षे॒ पयो॑ धाः। पय॑स्वतीः प्र॒दिशः॑ सन्तु॒ मह्य॑म्॥३६॥
स्वर सहित पद पाठपयः॑। पृ॒थि॒व्याम्। पयः॑। ओष॑धीषु। पयः॑। दि॒वि। अ॒न्तरि॑क्षे। पयः॑। धाः॒। पय॑स्वतीः। प्र॒दिश॒ इति॑ प्र॒ऽदिशः॑। स॒न्तु॒। मह्य॑म् ॥३६ ॥
स्वर रहित मन्त्र
पयः पृथिव्याम्पय ओषधीषु पयो दिव्यन्तरिक्षे पयो धाः । पयस्वतीः प्रदिशः सन्तु मह्यम् ॥
स्वर रहित पद पाठ
पयः। पृथिव्याम्। पयः। ओषधीषु। पयः। दिवि। अन्तरिक्षे। पयः। धाः। पयस्वतीः। प्रदिश इति प्रऽदिशः। सन्तु। मह्यम्॥३६॥
विषय - মনুষ্যাঃ জলরসবিদঃ স্যুরিত্যাহ ॥
মনুষ্য জলের রসের জ্ঞাতা হইবে এই বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
पदार्थ -
পদার্থঃ–হে বিদ্বান্! তুমি (পৃথিব্যাম্) পৃথিবীর উপরে যে (পয়ঃ) জল বা দুগ্ধাদির রস (ওষধীষু) ওষধিসকলের মধ্যে যে (পয়ঃ) রস (দিবি) শুদ্ধ নির্মল প্রকাশ বা (অন্তরিক্ষে) সূর্য্য ও পৃথিবীর মধ্যে যে (পয়ঃ) রসকে (ধাঃ) ধারণ করে সেইসব (পয়ঃ) জল বা দুগ্ধের রসকে আমিও ধারণ করি যাহা (প্রদিশঃ) দিক-বিদিক্ (পয়স্বতীঃ) বহু রস যুক্তা তোমার জন্য (সন্তু) হউক সেগুলি (মহ্যম্) আমার জন্যও হউক ॥ ৩৬ ॥
भावार्थ - ভাবার্থঃ–যে সব মনুষ্য জলাদি পদার্থসমূহের সঙ্গে যুক্ত পৃথিবী আদি হইতে উত্তম অন্ন ও রসের সংগ্রহ করিয়া খায় ও পান করে তাহারা নীরোগ হইয়া সকল বিদ্যা সমূহে কার্য্যের সিদ্ধি করে তথা যাতায়াত করিতে পারে এবং বহু আয়ু যুক্ত হয় ॥ ৩৬ ॥
मन्त्र (बांग्ला) - পয়ঃ॑ পৃথি॒ব্যাং পয়॒ऽওষ॑ধীষু॒ পয়ো॑ দি॒ব্য᳕ন্তরি॑ক্ষে॒ পয়ো॑ ধাঃ ।
পয়॑স্বতীঃ প্র॒দিশঃ॑ সন্তু॒ মহ্য॑ম্ ॥ ৩৬ ॥
ऋषि | देवता | छन्द | स्वर - পয়ঃ পৃথিব্যামিত্যস্য দেবা ঋষয়ঃ । রসবিদ্বিদ্বান্ দেবতা । আর্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ ।
গান্ধারঃ স্বরঃ ॥
Acknowledgment
Book Scanning By:
Sri Durga Prasad Agarwal
Typing By:
N/A
Conversion to Unicode/OCR By:
Dr. Naresh Kumar Dhiman (Chair Professor, MDS University, Ajmer)
Donation for Typing/OCR By:
N/A
First Proofing By:
Acharya Chandra Dutta Sharma
Second Proofing By:
Pending
Third Proofing By:
Pending
Donation for Proofing By:
N/A
Databasing By:
Sri Jitendra Bansal
Websiting By:
Sri Raj Kumar Arya
Donation For Websiting By:
N/A
Co-ordination By:
Sri Virendra Agarwal